অনলাইনে আয় করা কি কঠিন কাজ?


অনলাইনে ইনকাম করা সহজ কিন্তু কঠিন। আপনি যদি ধৈর্যশীল ব্যক্তি হয়ে থাকেন তবে আপনার জন্য কাজটি হবে সহজ। আর তা না হলে কঠিন।আপনি যদি মনে করেন আপনি অনলাইনে কাজ শুরু করলেন আর রাতারাতি অনেক টাকা ইনকাম করবেন, তাহলে অনলাইনে ইনকাম আপনার জন্য নয়।

অনলাইনে ইনকাম একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অনলাইনে আয়ের মত কঠিন কাজে সফলতা পেতে হলেও ধৈর্য্যর বিকল্প নেই।অনলাইনে আয় করার অসংখ্য পথ আছে। কিন্তু সবার পক্ষে তার নাগাল পাওয়া
যেমন সহজ নয়, তেমন অসম্ভবও নয়।ধৈর্য্য ধরে লেগে থাকলে এর সুফল পাওয়া যায়।

অললাইনে সফলতা পাওয়ার মূল মন্ত্র হচ্ছে প্রতিদিন একটু একটু করে শেখা।যার যত জানার পরিধি যত বেশি তার সফলতার পাল্লাটাও তত ভারী। অনলাইনে বিটকয়েন বা পিটিসি সাইটের ইনকাম সত্যিকারের ইনকাম বোঝায় না।এরকম সাইটে ইনকাম করা এতটাই সহজ যে বাড়ীর গৃহকর্মী কিংবা নিরক্ষর যে কোন ব্যক্তিকে একটু মাউস ধরা এবং কি-বোর্ডের অক্ষর বাটনগুলো চিনিয়ে দিলেই হলো,ব্যাস তারাও এ কাজটি করতে পারবে।

কিন্তু সম্মানজনক জীবন-যাপন করার জন্য যে পরিমান অর্থের প্রয়োজন সে পরিমান টাকা পিটিসি বা বিটকয়েন সাইট থেকে আয় করা দূরূহ ব্যাপার (তবে এর মধ্যে ব্যতিক্রমও আছে,যারা বিনিয়োগ করে এবং কিছু কৌশল অবলম্বন করে নিজেকে পুরোদমে নিয়োগ করেছে তাদের সফলতা অধিকাংশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এগুলো অনেক পরের কাজ)।

তাহলে প্রশ্ন জাগতে পারে অনলাইনে আয়ের কাজটি কী করবো না কিংবা এ আর্টিকেল লেখার উদ্দেশ্য বা কী ? উত্তর- অবশ্যই অনলাইনে আয়ের কাজ করতে হবে। অনলাইনে স্বীকৃত আয়ের কাজগুলো করতে হলে এসব কাজ করার প্রয়োজন রয়েছে।এখানেও শেখার অনেক কিছু আছে।

তবে লক্ষ্য থাকতে হবে ভালো কাজের সন্ধান করা।ভালো কাজ শেখান এমন অনেক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান আছে, সেসব ব্যক্তি অথবা প্রতিষ্ঠান থেকে কাজ শিখে অনলাইনে কাজ করলে সফলতা আসে দ্রুত।এছাড়া আরেকটি মাধ্যম আছে কাজ শেখার।সেটা হচ্ছে গুগলের একটি প্রতিষ্ঠান ইউটিউব।এই ইউটিউব হচ্ছে বড় গাইডলাইন।এই ইউটিউব ঘেটে যা পাওয়া যাবে, তা বিস্ময়কর!যে কেউ এ মাধ্যম থেকে জেনে অনেক আইডিয়া লাভ করতে পারবে নিজ থেকেই।


বিটকয়েন কী?

কিভাবে ভার্চুয়াল ওয়ালেট খুলবো?


কিভাবে বিটকয়েন আয় করবো?



1 টি মন্তব্য:

  1. ধন্যবাদ অনলাইনে আয় বিষয়ে এত সুন্দর পরামর্শমূলক পোস্ট শেয়ার করার জন্য ।

    উত্তরমুছুন