কিভাবে ভার্চুয়াল ওয়ালেট খুলবো?

কিভাবে ওয়ালেট অ্যাড্রেস তৈরী করবেন
ওয়ালেট অ্যাড্রেস তৈরী করা খুব সহজ একটা বিষয়।ওয়ালেট অ্যাড্রেস মূলত ৩৪টি বর্ণ নিয়ে গঠিত।ওয়ালেট অ্যাড্রেস অনেক সাইট থেকেই করা যায়।আমি একটি জনপ্রিয় সাইটের কথা বলবো যেটিতে আপনি অনায়াসেই ওয়ালেট অ্যাড্রেস খুলতে পারবেন। সাইটটির নাম কয়েনবেজ ওয়ালেট। এখানে ক্লিক করে কয়েনবেজ ওয়ালেট অ্যাড্রেস তৈরী করে নিন সাধারন নিয়মে।
কয়েনবেজে রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

এরপর নিচের মত একটি ফরম দেখতে পাবেন।


এখানে আপনার First Name, Last name, Email Address, এবং Password দিয়ে I agree to the User Agreement and Privacy Policy -এ টিক চিহ্ন দিয়ে Create Account - এ ক্লিক করুন।

এরপর আপনার ইমেইল অ্যাড্রেস এ একটি ইমেইল যাবে আপনার অ্যাকাউন্ট ভ্যারিফাই এর জন্য।
ইমেইল চেক করে আপনার অ্যাকাউন্টটি ভ্যারিফাই করে নিন।

অ্যাকাউন্ট তৈরী হয়ে গেলে কয়েনবেজ হোম পেজে ওপর দিকের ডান পাশে ওয়ালেট অ্যাড্রেস বাটন আছে,সেখানে ক্লিক করলেই আপনার ওয়ালেট অ্যাড্রেসটি দেখা যাবে।

এই ওয়ালেট অ্যাড্রেসটি ৩৪ টি বর্ণ এবং সংখ্যার সমন্বয়ে হয়ে থাকে। এটিকে বিটকয়েনের একাউন্ট নাম্বার ও বলা যায়। এটি অনেকটা এইরকম  (15gB-dLvgcn-FFuzBQ-PrMu4bi-R2zLp8J) হবে দেখতে।

ওয়ালেট অ্যাড্রেস হয়ে গেলে আপনাকে আরো কিছু বিষয় জেনে রাখা জরুরী।প্রথমত ৩৪ বর্ণের ওয়ালেট অ্যাড্রেসটিকে নোট প্যাডে সেভ করে নিন যাতে সব সময় সহজেই ব্যবহার করা যায়।কয়েনবেজ ওয়ালেট থেকেই অ্যাড্রেস পাওয়া যাবে। সেখান থেকে কপি করে নোট প্যাডে সেভ করে নিতে হবে।

ব্যাস্,  ওয়ালেট অ্যাড্রেস তো তৈরী হয়ে গেলো। এখন তো বিটকয়েন আয় করার পালা। পরের পোস্টে কিভাবে বিটকয়েন আয় করবেন সে ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন।

কিভাবে বিটকয়েন আয় করবো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন