লাইট কয়েন আয়ের দারুন এন্ড্রয়েড এপস।

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো। অনেক তো বিটকয়েন আয় করেছেন। আগে অনেক সাইট বা অ্যাপ থেকে প্রচুর পরিমানে সাতোশি আয় করা যেতো। কিন্তু বিটকয়েনের আকাশচুম্বি দামের কারণে আস্তে আস্তে সেসব সাইটগুলো সাতোশি তথা ফ্রি বিটকয়েন দেওয়া বন্ধ করে দেয়। 

বিটকয়েনের বর্তমান অবস্থা:  

২০১৩ সালে এক বিটকয়েনের দাম ছিলো ১৩.৪১ ডলার। আজ ২০১৮ সালের সেপ্টেম্বরে ৮১৯০+ ডলার দাম হয়েছে। এমনকি ২০১৭ সালের ডিসেম্বর মাসে বিটকয়েনের দাম বেড়ে ১৮,১০০+ ডলার দাম হয়ে গিয়েছিল। যারা ২০১৩ সালের আগে ১০০ বিটকয়েন সংগ্রহ করে রেখে দিয়েছিলেন, তারা এখন সবাই মিলিয়নিয়ার হয়ে গেছে।  

ইথারিয়াম এর বর্তমান অবস্থা:  

বিটকয়েনের এরকম ক্রমবর্ধমান পরিস্থিতির কারণে অনেকেই এখন বিটকয়েন ছেড়ে অন্যসব কয়েনের দিকে ঝুঁকছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ইথারিয়াম তারপরেই আছে লাইটকয়েন। ২০১৫ সালের আগষ্ট মাসে ১ ইথারিয়াম কয়েনের দাম ছিলো ০.৮১ ডলার (একাশি সেন্ট)। বর্তমানে  ২০১৮ সালের সেপ্টেম্বরে এর দাম হয়েছে ২৩০ ডলার। এরই মধ্যে এবছর জানুয়ারি মাসে এক ইথারিয়াম কয়েনের দাম বেড়ে হয়েছিলো ১৩২৯ ডলার।

লাইটকয়েন এর বর্তমান অবস্থা:  

এবার আসি লাইটকয়েন এ। ২০১৩ সালে জানুয়ারি মাসে এক লাইটকয়েনের দাম ছিলো ০.০৬ ডলার (ছয় সেন্ট)। এখন ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ১ লাইটকয়েনের দাম চলছে ৬০ ডলার। ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রতি লাইটকয়েনের দাম বেড়ে হয়েছিলো ২৯৫+ ডলার। তো, বুঝতেই পারছেন, আজ যদি কিছু পরিমান বিটকয়েন/ইথারিয়াম/লাইটকয়েন সংগ্রহ করে রাখতে পারেন, ভবিষ্যতে হয়তো সেটা স্বর্ণের চেয়েও দামি হয়ে যাবে।

উফ..... অনেক ফাও পেচাল করে ফেললাম। মনে হচ্ছে সবাই বিরক্ত হচ্ছে আমার উপরে। আজ আমি আলোচনা করবো কিভাবে লাইটকয়েন আয় করবেন। লাইটকয়েনের দাম বর্তমানে কম থাকায় ইতিমধ্যে প্রচুর পরিমানে লোক লাইটকয়েন সংগ্রহ করার পেছনে ঝুঁকছে। তাই বোঝা যাচ্ছে, অন্যান্য কয়েনের পাশাপাশি লাইটকয়েনের ভবিষ্যতও খুব ভালো হবে। 
সবচেয়ে মজার বিষয় হলো, আপনার যদি একটি কয়েনবেজ একাউন্ট থাকে, তবে সেই একাউন্টে বিটকয়েনের পাশাপাশি ইথারিয়াম এবং লাইটকয়েনও রাখতে পারবেন। আলাদা আলাদা কয়েনের জন্য আলাদা ওয়ালেট আছে। কয়েনবেজ সবচাইতে সিকিউরড ওয়ালেট। তাই আমি মনে করি, ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারা ঘাটাঘাটি করে তাদের জন্য কয়েনবেজের থেকে ভালো কিছু আর নেই।


এখন আসি আজকের টপিকে। আজ আমি এমন একটি অ্যাপ এর সংগে পরিচয় করিয়ে দেব, যেটার মাধ্যমে আপনি প্রচুর পরিমানে লাইটকয়েন তথা লিতোশি আয় করতে পারবেন। সর্বনিম্ন ১০,০০০ (দশ হাজার) লিতোশি থেকে শুরু করে সর্বোচ্চ ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) লিতোশি আয় করতে পারবেন প্রতি ২০ মিনিট পর পর। এছাড়াও আপনি রেফারাল লিংক শেয়ার করেও রেফারাল প্রতি ২০% কমিশন পেতে পারেন। নিচে এপসটির ডাউনলোড লিংক দেওয়া হলো।


Enter Your Litecoin এ আপনার লাইটবক্স ওয়ালেট এড্রেস দিন। (কয়েনবেজ ওয়ালেটে লাইটকয়েনের জন্য আলাদা অ্যাড্রেস দিবে। ভূল করে আবার বিটকয়েন এর এড্রেস দিয়েন না।) প্রতিবার একই এড্রেস দিবেন। দরকার হলে প্রথমবার যে এড্রেস দিয়ে লিতোশি ক্লেইম করবেন, সেই এড্রেসটা ইমেইল এ ড্রাফট হিসেবে রেখে দিবেন (কারন কয়েনবেজে একেকবার একেক এড্রেস দিবে)। সেই এড্রেস দিয়ে প্রতিবার লিতোশি ক্লেইম করবেন। এরপর ক্যাপচা পূরণ করবেন। সবশেষে GET A REWARD এ ক্লিক করে লিতোশি নিবেন। আজ এ পর্যন্তই। পরে আবার নতুন কিছু নিয়ে হাজির হবো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন