বিটকয়েন হ্যাক

আসলে বিটকয়েন হ্যাক বলতে কোনো কিছু নাই। আর সহজে অনেক বেশি ফ্রী বিটকয়েন আয়েরও তেমন কোনো সহজ উপায় নেই। যদি কেউ সহজে বেশী বেশী বিটকয়েন আয়ের কথা বলে থাকে তবে অবশ্যই সে মিথ্যা কথা বলেছে। 

বাংলাদেশে আমরা অনেকেই বিটকয়েন আয় করছি। কিন্তু সফলভাবে বিটকয়েন আয় করতে পারছি হাতে গোনা কয়েকজন। আর যারা যারা বিটকয়েন আয়ে সফল হয়েছে তারা সবাই নিজস্ব কিছু কৌশল
অনুসরন করেছে। 
আজ আমি আমার ব্যক্তিগত কিছু কৌশল আপনাদের কাছে তুলে ধরবো। প্রথমেই আমি বলবো “রেফার” এর কথা। যার রেফার যত বেশী তার বিটকয়েন আয়ের পরিমান তত বেশী। তাই রেফারার বাড়ানোর চেস্টা করুন। 
যেসব সাইটে সবচেয়ে বেশি সাতোশি দেয় আগে সেগুলি থেকে সাতোশি আয় করুন। এর পর আপনাকে যে কাজটি করতে হবে তা হলো, ১ ঘন্টা পর পর কোন সাইট গুলো সবচেয়ে বেশী সাতোশি দেয় সেই সাইটগুলো মনে রাখুন। এরকম প্রায় ৫০-৬০ টি সাইট খুজে বের করুন যে সাইটগুলো ১ ঘন্টা পর পর সর্বো্চ্চ সাতোশি দেয়। 
মনে রাখবেন, যে সাইট গুলো ৫ বা ১০ মিনিট পর পর সাতোশি দেয় সেগুলোতে কাজ করা লাগে বেশী। তাহলে আপনাদের একটা হিসাব দেখাই, ধরুন একটা সাইট ৫ মিনিট পর পর সাতোশি দেয়। এইরকম আপনি ১০ টা সাইট চেনেন। প্রতিটা সাইট থেকে আপনি গড়ে ৫০-৭০ সাতোশি পাবেন। প্রতিটা সাইটে কাজ করতে ৩০ সেকেন্ড এর মত সময় লাগতে পারে (অভিজ্ঞ এবং অনভিজ্ঞ ব্যক্তিদের মধ্যে ভিন্নতা থাকবে)। তাহলে আপনার এই ১০ টা সাইট থেকে সাতোশি আয় করতে সময় লাগবে ১০x৩০=৩০০ সেকেন্ড বা ৫ মিনিট। তারপর আবার প্রথম থেকে শুরু করতে হবে। আর এই ৫ মিনিটে আয় করতে পারবেন আপনি ৫০০-৭০০ সাতোশি। আর এইভাবে একটানা ১ ঘন্টা কাজ করলে আপনি পাবেন প্রায় ৬০০০-৮০০০ সাতোশি। যদিও ১ ঘন্টা কাজ করলে ৫০০০-৫৫০০ এর বেশী সাতোশি পাওয়া যায় না। আর প্রতিদিন ২ ঘন্টা কাজ করলে আপনি প্রায় ১০,০০০-১২,০০০ সাতোশি আয় করতে পারবেন। 
আবার মনে করুন একটা সাইট ১ ঘন্টা পর পর সাতোশি দেয়। এইরকম আপনি ১০০ টা সাইট চেনেন। প্রতিটা সাইট থেকে আপনি গড়ে ১৫০-২০০ সাতোশি পাবেন। প্রতিটা সাইটে কাজ করতে ৩০ সেকেন্ড এর মত সময় লাগতে পারে । তাহলে আপনার এই ১০০ টা সাইট থেকে সাতোশি আয় করতে সময় লাগবে ১০০x৩০=৩০০০ সেকেন্ড বা ৫০ মিনিট। তারপর আবার প্রথম থেকে শুরু করতে হবে। আর এই ৫০ মিনিটে আয় করতে পারবেন আপনি ১৫,০০-২০,০০০ সাতোশি।আর প্রতিদিন ২ ঘন্টা কাজ করলে আপনি প্রায় ৩০,০০০-৩৫,০০০ সাতোশি আয় করতে পারবেন। 
কি? কিছু বুঝলেন? পার্থক্যটা কোথায় বুঝতে পারলেন? আমারতো মনে হয় না বুঝতে কোনো সমস্যা আছে। এখন আবার আপনার মনে হতে পারে যে প্রতিঘন্টায় সাতোশি পাব এমন সাইট কোথায় পাব? আর কিভাবে মনে রাখবো? আপনাদের প্রতি আমার উপদেশ হলো যখনই ভালো কোনো সাইট পাবেন তখন সেটা বুকমার্ক করে রাখবেন। 
আর অনেকে আছে বেজায় অলস। তাদেরকে কষ্ট করে একটা কাজ করতে হবে। আর তা হলো ভালো কোনো ফসেট রোটেটর খুজে সেখান থেকে আর্ন করতে পারেন। ফসেট রোটেটর হলো এমন একটা সাইট যেখানে বিটকয়েন বা সাতোশি সাইট গুলোর একটা প্যাকেজ। যেখানে কিছু সাইট দেয়া থাকে আর সে সাইট গুলো একটার পর একটা আসে। এভাবে সব সাইট শেষ হয়ে যাবার পর আবার প্রথম থেকে সাইটগুলো আসে। আপনি শুধু Next বাটন এ ক্লিক করে সাতোশি আয় করবেন। আপনাকে কষ্ট করে কোনো সাইট মনে রাখতে হবে না। শুধু রোটেটরের অ্যাড্রেসটা বুকমার্ক করে রাখলেই চলবে।
এই লিংক থেকে বাংলাদেশের জন্য উপযোগী একটি রোটেটর ট্রাই করতে পারেন।


রোটেটর ১ (এখানে ক্লিক করুন)

আজকের মতো এ পর্যন্তই।কোনো সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না।  সবাইকে ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন