Pivot App দিয়ে বিটকয়েন আয় করুন খুব সহজেই !!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো। আমরা তো বর্তমানে Pivot App সম্পর্কে কম বেশি সবাই শুনেছি। এটি খুব সহজেই অধিক পরিমান বিটকয়েন আয় করা সম্ভব। আর এটি বর্তমানে পেমেন্ট করছে। তবে কতদিন পেমেন্ট করবে তা জানা নাই। আমি  বিটকয়েন আয় করার জন্য আজ পর্যন্ত  এর চেয়ে ভালো কোনো App দেখি নাই। সত্যিই দারুন একটা App। চলুন দেখে নেয়া যাক কিভাবে এই এপটির মাধ্যমে আপনি বিটকয়েন আয় করবেন।

প্রথমে এই লিংক এ যান। নিচের ছবির মতো দেখতে পাবেন।


আপনার জিমেইল দিয়ে লগ ইন করুন।  যাদের জিমেইলে আগে থেকে লগ ইন করা থাকবে তাদের সরাসরি নিচের চিত্রের মতো আসবে।



এরপর Download App to Withdraw এ ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিন। তারপর অ্যাপটি ওপেন করুন। নিচের চিত্রের মতো দেখতে পাবেন। 
এবার নিচের লাল চিহ্নিত স্থানে ক্লিক করে অ্যাপ এ লগ ইন করে নিন। মাঝখানে দেখুন 35440 পাওয়ার আছে। আপনি প্রথমবার অ্যাপ এ ঢোকার পর এখানে 0 (শুণ্য) দেখতে পাবেন।



এবার তীর চিহ্নিত স্থানে ক্লিক করে প্রবেশ করুন।



এখানে চারটা ট্যাব দেখতে পাবেন। HOME, POPULAR, NEWS, ALL। যেকোনো একটাতে প্রবেশ করুন।



এবার দেখুন অনেক পোস্ট আছে। যে কোনো পোস্ট এর READ AND SHARE FOR POWER এ প্রবেশ করুন। এবার নিচের চিত্রে দেখানো স্থানে (GET READ POWER) ক্লিক করে পাওয়ার কালেক্ট করতে থাকুন।



এবার নিচের চিত্রটি লক্ষ্য করুন।



INVITE/REFER A FRIEND: এই অপশন ব্যবহার করে আপনি আপনার বন্ধুদের ইনভাইট বা রেফার করে ১০০০০ পাওয়ার আর্ন করতে পারবেন।
WALLET: এই অপশনে আপনি আপনার আয়কৃত বিটকয়েনের পরিমান এবং তার বর্তমান ডলারে কত সেটা দেখতে পাবেন। এবং এখান থেকেই উইড্র দিতে পারবেন।
আজ এ পর্যন্তই। পরে আবার নতুন কিছু নিয়ে হাজির হবো। কোনো কিছু না বুঝলে কমেন্ট করতে দেরি করবেন না। এখানেই শেষ। আল্লাহ হাফেজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন