ইথার কি?
ইথারিয়াম সম্পর্কে নতুন করে কিছু বলবো না। শুধু এটুকুই বলবো ইথারিয়াম বিটকয়েনের মতোই একটি ক্রিপটো কারেন্সি। যাদের বিটকয়েন সম্পর্কে ধারণা আছে তারা সহজেই বুঝতে পারবে ইথারিয়াম কি?
ইথারিয়াম বিটকয়েনের মতো পিয়ার টু পিয়ার লেনদেন হয়। ২০১৩ সালের শেষের দিকে Vitalik Buterin নামক একজন ক্রিপ্টোকারেন্সি গবেষক এবং প্রোগ্রামার এটির প্রস্তাব করেন। ইথারিয়াম প্রকল্প ২০১৪ সালের শুরুর দিকে একটি সুইস কোম্পানী বাস্তবায়ন করে।পরবর্তীকালে একটি সুইস অলাভজনক প্রতিষ্ঠান ইথারিয়াম ফাউন্ডেশন গঠন করে।ফাউন্ডেশনে অংশগ্রহনকারীরা বিটকয়েনের মতোই একই সঙ্গে লেনদেন করার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকে এটি অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতো লেনদেন হয়ে থাকে।
একক বা পরিমানঃ ১ ইথার= ১০,০০,০০,০০০ (দশ কোটি) ইথারিয়াম।
হুবহু বিটকয়েনের মতোই। দামঃ ১ ইথার= $১২ ডলার।
কি কি দরকার ইথারিয়াম আয় করার জন্য?
একক বা পরিমানঃ ১ ইথার= ১০,০০,০০,০০০ (দশ কোটি) ইথারিয়াম।
হুবহু বিটকয়েনের মতোই। দামঃ ১ ইথার= $১২ ডলার।
কি কি দরকার ইথারিয়াম আয় করার জন্য?
আপনি যদি বিটকয়েন ইউজার হয়ে থাকেন আর আপনার যদি কয়েনবেজে ওয়ালেট থেকে থাকে তবে আপনার আর কোনো কিছুর দরকার নেই। তারপরেও যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এখান থেকে।
আপনি যদি কয়েনবেজ ইউজার হয়ে থাকেন তবে আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে কয়েনবেজ হোমপেজের বামপাশে ETH Wallet নামে একটি অপশন আছে। সেখানে ক্লিক করে আপনি আপনার ইথার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন।
কিভাবে ইথার আয় করবেন?
কয়েনবেজে আপনার ইথার ওয়ালেটে ঢুকে Wallet address এ ক্লিক করে আপনার ইথার এ্যাড্রেস নিয়ে নিন। এর পর ইথারিয়াম দেয়ার সাইটগুলোতে গিয়ে ইথার আয় শুরু করুন।
যদিও ইথারের মূল্য বর্তমানে কম কিন্তু ভবিষ্যতে যে বাড়বে না তার কি গ্যারান্টি আছে? আর বিটকয়েন যেহেতু আয় করছেনই তাহলে মাঝে মাঝে একটু আধটু ইথার আয় করতে ক্ষতি কি? হতে পারে এখনকার একটু আয় ভবিষ্যতে সম্পদে পরিনত হবে।
পরের পোস্টে ইথার আয় করার সাইট দেয়া হবে।
আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।
![]() |
কয়েনবেজে রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন |
কিভাবে ইথার আয় করবেন?
কয়েনবেজে আপনার ইথার ওয়ালেটে ঢুকে Wallet address এ ক্লিক করে আপনার ইথার এ্যাড্রেস নিয়ে নিন। এর পর ইথারিয়াম দেয়ার সাইটগুলোতে গিয়ে ইথার আয় শুরু করুন।
যদিও ইথারের মূল্য বর্তমানে কম কিন্তু ভবিষ্যতে যে বাড়বে না তার কি গ্যারান্টি আছে? আর বিটকয়েন যেহেতু আয় করছেনই তাহলে মাঝে মাঝে একটু আধটু ইথার আয় করতে ক্ষতি কি? হতে পারে এখনকার একটু আয় ভবিষ্যতে সম্পদে পরিনত হবে।
পরের পোস্টে ইথার আয় করার সাইট দেয়া হবে।
আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।
********
শুভেচ্ছা জানাচ্ছি,
উত্তরমুছুনআমি ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।
আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি কমিশন পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।
আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।
ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।