ডগিকয়েন কি?

ডগিকয়েন কি?
ডগিকয়েন সম্পর্কে নতুন করে কিছু বলবো না। শুধু এটুকুই বলবো ডগিকয়েন বিটকয়েনের মতোই একটি ক্রিপটো কারেন্সি। যাদের বিটকয়েন সম্পর্কে ধারণা আছে তারা সহজেই বুঝতে পারবে ডগিকয়েন কি?

ডগিকয়েন বিটকয়েনের মতো পিয়ার টু পিয়ার লেনদেন হয়। ২০১৩ সালের ৮ ডিসেম্বর এটির যাত্রা শুরু করে।  এরপর থেকে এটি অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতো লেনদেন হয়ে থাকে।

দামঃ ৪৪৫৫ ডগিকয়েন = $১ ডলার।



কি কি দরকার ডগিকয়েন আয় করার জন্য?
ডগিকয়েন আয় করার জন্য আপনাকে একটি DOGECHAIN অ্যাকাউন্ট খুলতে হবে। যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এখান থেকে।

রেজিস্ট্রেশন করার পর আপনাকে একটি ওয়ালেট আইডি দিবে। এই ওয়ালেট আইডি কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেস না। এটিকে আপনি ইউজারনেম হিসেবে ধরে নিতে পারেন। আপনি সেটি আপনার নোটপ্যাডে লিখে রাখবেন। অথবা কপি করে কোথাও সেভ করে রাখবেন। লগইন করতে এটি দরকার হবে।

কিভাবে ডগিকয়েন আয় করবেন?
আপনার ডগিচেইন ওয়ালেটে  আপনার ডগিকয়েন এ্যাড্রেস নিয়ে নিন। এর পর ডগিকয়েন দেয়ার সাইটগুলোতে গিয়ে ডগিকয়েন আয় শুরু করুন।

যদিও ডগিকয়েনের মূল্য বর্তমানে কম কিন্তু ভবিষ্যতে যে বাড়বে না তার কি গ্যারান্টি আছে? আর বিটকয়েন যেহেতু আয় করছেনই তাহলে মাঝে মাঝে একটু আধটু ডগিকয়েন আয় করতে ক্ষতি কি? হতে পারে এখনকার একটু আয় ভবিষ্যতে সম্পদে পরিনত হবে।

পরের পোস্টে ডগিকয়েন আয় করার সাইট দেয়া হবে।
আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।


********

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন